TRANSLATION - ARTICLE - 2 - Fleo
Felo
  • Home
  • Tech
  • Bolg
No Result
View All Result
  • Home
  • Tech
  • Bolg
No Result
View All Result
Fleo
No Result
View All Result

TRANSLATION – ARTICLE – 2

in Tech
0
0
SHARES
Share on FacebookShare on Twitter

TRANSLATION

 

THE PRESENT PREFECT CONTINUOUS বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, অর্থাৎ যাইতেছে বাইতেছি, বাইতেছ, খাইতেছেন, খালা, খাচ্ছি,

 

 

 

 

বাজে খাচ্ছেন ইত্যাদি যোগ থাকে ও একটি সময়ের উল্লেখ থাকে। Structure: Subject have been / has been মূল verb এর present from এ দে ingen Note: 1. we you, they plural subject এর পরে have been বসে। He sho. It third person singular number-এর পরে has been বসে।

 

 

 

 

সে দুই ঘণ্টা যাবত বইটি পড়তেছে – He has been reading the book for two hours সকাল থেকে বৃষ্টি হচ্ছে – It has been raining since morning

 

 

 

 

সামাদ এক ঘন্টা যাবত ঘুমাচ্ছে–

 

 

 

 

Samad has been sleeping for one hour.

 

 

 

 

সে গত শনিবার থেকে একটি উপন্যাস পড়তেছে – He has been reading a novel since last Saturday.

 

 

 

 

তাহার চাচা দশ বছর যাবৎ ঢাকায় বাস করতেছেন- His uncle has been living in Dhaka for ten years. THE SIMPLE PAST TENSE (PAST INDEFINITE) বাংলায় চিনবার উপায় ও করেছিল, করেছিলাম, করেছিলে, করেছিলেন, করলে, করল, করলেন, করত, করতাম,

 

 

 

 

ইত্যাদি যোগ থাকে।

 

 

 

 

Structure: Subject মূল verb এর past form……..

 

 

 

 

আপনি সেখানে গিয়েছিলেন- You went there.

 

 

 

 

সে অংকটি করেছিলো- He worked out the sum.

 

 

 

 

সুফিয়া একটি গান গেয়েছিল Sufia sang a song.

 

 

 

 

রিমি আমাকে একটি কলম দিয়েছিল Rimi gave me a pen. তাহারা সভায় গিয়েছিল – They went to the meeting.

 

 

 

 

টিপু পাঁচটি বই বিক্রি করেছিল– Tipu sold five books.

 

 

 

 

ছাত্ররা গোলমাল করেছিল— The students made a noise.

 

 

 

 

তাহার ভাই আমেরিকায় গিয়েছিল– His brother went to

 

 

 

 

সে কাজটি করল না— He did not do the work.

 

 

 

 

America.

 

 

 

 

তিনি আমাকে বইটি দিলেন না-He did not give me the book.

 

 

 

 

মা তাকে গল্পটি বললেন – Mother did not tell him the story. তুমি কি এখানে বসেছিলে – Did you sit here?

 

 

 

 

তোমরা কি তাকে সাহায্য করেছিলে?-Did you help htm?. তিনি কি ঔষধ খেয়েছিলেন – Did he take medicine?

 

 

 

 

Note: (1) Past Indefinite Tense-এ Negative sentence-4 Subject এর পরে’ did not বসে+মূল

 

 

 

 

verb এs present from বসে।

 

 

 

 

(1) Interrogative sentence-এ subject-এর আগে did বসে+subject বসে+মূল Verb এর present

 

 

 

 

বসে+বাকী অংশ+প্রশ্নবোধক চিহ্ন আছে।

 

 

 

 

EXERCISE

 

 

 

 

form

 

 

 

 

1. আমি তার জন্য অপেক্ষা করেছিলাম। 2. সে একটি পাখী ধরেছিলো। 3. আব্বা আমাকে একটি বই দিয়েছিলেন। 4. তারা নদীতে সাঁতার কেটেছিল। 5. আমি তার বইটি ধার নিলাম (borrow)। সে চাউল বিক্রয় করল। 7. আমি খবরটি শুনলাম। 8. ছেলেটি কেঁদেছিল। 9. সে দরজাটি বহু করল। 10. তুমি ব্যস্ত ছিলে। 11. তাহারা বাড়িতে ছিল। 12. তুমি সেখানে ছিলে না।।

 

 

 

 

THE PAST CONTINUOUS TENSE

 

 

 

 

বাংলায় চিনবার উপায় ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি যোগ থাকে। Structure: Subject was were মূল verb এর সাথে ing…… Note: We you. they plural subject এর পরে were বসে। He she. It 3rd person singular number এর পরে was বসে।

 

 

 

 

 

 

 

30

 

 

 

 

306

 

 

 

 

ADVANCED LEARNER’S ENGLISH GRAMMAR & COMPOSITION

 

 

 

 

আমি একটি বই পড়তেছিলাম I was reading a book.

 

 

 

 

সে কাজটি করতেছি He was doing the work.

 

 

 

 

বালকেরা নদীতে সাঁতার কাটতেছিল— The boys were swimming in the river. মা ভাত রাঁধতেছিলেন- Mother was cooking rice.

 

 

 

 

মিনা চা তৈরি করতেছিল- Mina was making tea.

 

 

 

 

আমি তার সাথে কথা বলতেছিলাম-I was speaking to him.

 

 

 

 

তিনি আমাদের ইংরেজি পড়াচ্ছিলেন- He was teaching us English. সে ইতিহাস পড়তেছিল He was reading history.

 

 

 

 

তোমরা গোলমাল করতেছিলেYou were making a noise. তুমি একটি অংক করতেছিলে-You were doing a sum.

 

 

 

 

আমরা হাসতেছিলাম- We were laughing.

 

 

 

 

তারেক এবং ফারুক মাঠে ঘুড়ি উড়াচ্ছিল– Tareq and Faruq were flying kites In the field. বাতাস বচ্ছিল—The wind was blowing.

 

 

 

 

আমি স্কুলে যাচ্ছিলাম না I was not going to তাহারা মাঠে

 

 

 

 

school.

 

 

 

 

বল খেতেছিল না— They were not playing football সে আমার জন্য অপেক্ষা করতেছিল না-He was not waiting for me.

 

 

 

 

তাহারা মাছ ধরতেছিল না- They were

 

 

 

 

not catching fish.

 

 

 

 

সে কি ঘুমাচ্ছিল? – Was he sleeping? মেয়েটি কি গান করতেছিল?– Was the girl singing?

 

 

 

 

তুমি কি বইটি পড়তেছিলে?–

 

 

 

 

Were you reading the book?

 

 

 

 

Note: Past Continuous Tense sentence – Negative was were not বসে। আর Interrogative করার সময় was / were sentence এর শুরুতে বসে।

 

 

 

 

EXERCISE

 

 

 

 

1. পাখিগুলি আকাশে উড়তেছিল। 2. তারাগুলি আকাশে মিটমিট করতেছিল (twinkle) 3. হাবিব মসজিদে যাচ্ছিল। 4. কৃষকেরা ফসল কাটতেছিল (reap)। 5. আমি একটি উপন্যাস পড়তেছিলাম। 6. মেয়েটি নাচতেছিল। 7. সে এবং ভূমি দৌড়াচ্ছিলে। ৪. কান্তা ঘুমাচ্ছিল। 9. আমি গোসল করতেছিলাম (bathe)। 10. তাহারা কি ঘুমাচ্ছিল? 11. তুমি কি তাদের পড়াচ্ছিলে (teach)? 12. ছেলেটি কি একটি চিঠি লিখতেছিল? 13. সে পানি পান করতেছিল না। 14. আমি বাংলা পড়তেছিলাম না। 15. তোমার বোন ভাত রাঁধতেছিল না।

 

 

 

 

THE PAST PEFRFECT TENSE

 

 

 

 

বাংলায় চিনিবার উপায় অতীত কালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে শেষ হয়েছিল সেটি past perfect tense এবং সে কাজটি পরে শেষ হয়েছিল সেটি past Indefinite

 

 

 

 

Structure subject+ had+ মূল verb এর past participle. Note: past perfect tense গঠন করবার সময় before এর প্রথম অংশ হয়.past perfect tense এবং পরের অ past Indefinite হয়। আর after এর প্রথম অংশ past Indefinite এবং পরের অংশ past perfect tense হয়। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল The patient had died

 

 

 

 

before the doctor came. ডাক্তার আসার পর রোগীটি মারা গেল – The patient died after the doctor had come. বৃষ্টি থামার পর আমরা রওনা দিলাম- We started after the rain had stopped. ঘন্টা বাজার পূর্বে আমরা ক্লাশে প্রবেশ করলাম – We had entered the class room before the bell rang.

 

 

 

 

EXERCISE

 

 

 

 

1. পরীক্ষা শুরু হবার পূর্বে আমরা স্কুলে পৌঁছালাম। 2. সূর্য উঠার আগে আমরা মাঠে গিয়েছিলাম 3. আমি যাবার পর তুমি এসেছিলে। 4. আমি স্টেশনে যাবার পর ট্রেনটি ছেড়ে দিল। 5. তুমি আসবার পূর্বে আমি চিঠিটি লিখেছিলাম।

 

 

 

 

TRANSLATION

 

 

 

 

THE PAST PERFECT CONTINUOUS TENSE

 

 

 

 

307

 

 

 

 

বাংলায় চিনষার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেছিল, বেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি যোগ থাকে ও একটি সময়ের structure subject had been verb এর prement form সাথেing……

 

 

 

 

পাহারা মুখটা যাবৎ পড়তেছিল – They had been reading for two hours.

 

 

 

 

রমনা পাঁচদিন যাবৎ জ্বরে ভুগতেছিল- Rumana had been suffering frorm fever for five days. হতে বৃষ্টি পড়তেছিল had been raining since morning. আনিস পাঁচ বছর যাবৎ এই স্কুলে পড়তেছিল– Anis had been reading in this school for five years. আসার আগে আমি একটি উপন্যাস পড়তেছিলাম I had been reading a novel before he came

 

 

 

 

EXERCISE

 

 

 

 

Translate into English:

 

 

 

 

Bগ তিনবছর ধরে একটা বই লিখতেছিল। 2. শান্তা তিন ঘণ্টা যাবৎ একটি ছবি আঁকতেছিল। 3. দিনা আসার ছিল। 4. তুমি এক ঘণ্টা ধরে ব্যায়াম করতেছিলে (exercise). 5. সে অনেকক্ষণ ধরে গান গাচ্ছিল। THE FUTURE INDEFINITE TENSE (Simple Future Tense)

 

 

 

 

বাংলায় চিনবার উপায় বাংলা ক্রিয়ার শেষে যে, ব, বা, বেন, এদের যে কোন একটি যোগ থাকে। Structure: subject shall /will+ verb present form+….

 

 

 

 

Note: 1. we এর পরে shall বসে। আর অন্য সব person -এর পরে will বসে।

 

 

 

 

কাজটি কর shall do the work.

 

 

 

 

বলবে-They will play football.

 

 

 

 

আমরা বাসে ঢাকায় যা- We shall go to Dhaka by bus

 

 

 

 

কাজটি করবে- You will do the work. বইটি পড়বে Suman will read the book.

 

 

 

 

নাচবে- The girls will dance, ভুলে যাবে না- They will not go to school today.

 

 

 

 

পান করবে না Jamil will not drink tea

 

 

 

 

TRETCHINRICH TR-We shall not go there. তুমি কি একটি কলম কিনWেill you buy a pen?

 

 

 

 

করি কি কাজটি শুরু করবে?-Will Munir start the work?

 

 

 

 

তোমরা কি ইংরেজি শিখবে? Will you learn English? Note: Future Indefinite Tense কে Negative করার সময় shall / will এর পরে not বসে।

 

 

 

 

Interrogative করবার সময় shall/will sentence এর শুরুতে বসে।

 

 

 

 

EXERCISE

 

 

 

 

Translate into English:

 

 

 

 

ধর্মী একটি বই পড়বে। 2. আমরা অপেক্ষা করব না। 3. তিনি আমাকে সাহায্য করবেন। 4. রাজীব শীঘ্রই বাড়ি পৌঁছাবে 5. জান পাঠ করবে। 6. সে আমাকে একটি গল্প বলবে। 7. সামী একটি ছবি আঁকৰে। 8. তোমরা কি ক্রিকেট খেলবে 9. ইহা পছন্দ করবে। 10. সোহেল কি এখন স্কুলে যাবে। 11. রিয়া কি একটি শার্ট সেলাই করবে। 12. আমি তোমাকে বলব না। 13. তাহারা আজ স্কুলে যাবে না। 14. তিনি আজ আসবেন না। 15. আমি কাজটি করব ।

 

 

 

 

THE FUTURE CONTINUOUS TENSE

 

 

 

 

পার চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে তে থাকব তে থাকৰা তে থাকবে, তে থাকবেন। যেমন-খেতে থাকব, যেতে করেন, যেতে থাকবা, যেতে থাকবে, যেতে থাকবেন এদের যে কোন একটি যোগ থাকে। Structure subject shall be/ will be verb of present form এর সাথে ing + Note: I owe এর পরে ahall be বসে। আর সব ক্ষেত্রে will be বসে।

 

 

 

 

জাহরা কাজটি করতে থাকবে— They will be doing the work.

 

 

 

 

TRANSLATION

 

 

 

 

THE PAST PERFECT CONTINUOUS TENSE

 

 

 

 

বাংলায় চিনবার উপায় । বাংলা ক্রিয়ার শেষে তেছিল, ঢেঁছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি যোগ থাকে

 

 

 

 

guructure subject had been + মূল verb present form এর সাথে ing +……

 

 

 

 

তাহারা দুঘণ্টা যাবৎ পড়তেছিল — They had been reading for two hours.

 

 

 

 

রমানা পাঁচদিন যাবৎ জ্বরে ভুগতেছিল– Rumana had been suffering from fever for five days.

 

 

 

 

ও একটি সময়ের

 

 

 

 

তা হতে বৃষ্টি পড়তেছিল— It had been raining since morning. আনিস পাঁচ বছর যাবৎ এই স্কুলে পড়তেছিল— Ants had been reading in this school for five years. সে আসার আগে আমি একটি উপন্যাস পড়তেছিলাম—I had been reading a novel before he came.

 

 

 

 

EXERCISE

 

 

 

 

Translate into English:

 

 

 

 

1. সে তিনবছর ধরে একটা বই লিখতেছিল। 2. শান্তা তিন ঘণ্টা যাবৎ একটি ছবি আঁকতেছিল। 3. দিনা আসার

 

 

 

 

যাচ্ছিল। 4. তুমি এক ঘণ্টা ধরে ব্যায়ম করতেছিলে (exercise). 5. সে অনেকক্ষণ ধরে গান গাচ্ছিল।

 

 

 

 

THE FUTURE INDEFINITE TENSE (Simple Future Tense) বাংলায় চিনবার উপায় বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বা, বেন, এদের যে কোন একটি যোগ থাকে।

 

 

 

 

Structure subject shall / will+ মূল verb এর present form +….. Note: 1. we এর পরে shall বসে। আর অন্য সব person-এর পরে will বসে।

 

 

 

 

আমি কাজটি করব— I shall do the work.

 

 

 

 

তারা

 

 

 

 

বল খেলবে—They will play football.

 

 

 

 

আমরা বাসে ঢাকায় যাব— We shall go to Dhaka by bus,

 

 

 

 

তোমরা কাজটি করবে—You will do the work. সুমন বইটি পড়বে – Suman will read the book.

 

 

 

 

মেয়েগুলি নাচবে— The girls will dance.

 

 

 

 

তাহারা আজ স্কুলে যাবে না— They will not go to school today. জামিল চা পান করবে না-Jamil will not drink tea.

 

 

 

 

আমরা সেখানে যাব না- We shall not go there.

 

 

 

 

তুমি কি একটি কলম কিনবে?-Will you buy a pen?

 

 

 

 

মুনির কি কাজটি শুরু করবে?– Will Munir start the work?

 

 

 

 

তোমরা কি ইংরেজি শিখবে-Will you learn English ? Note: Future Indefinite Tense -কে Negative করার সময় shall / will এর পরে not বসে।

 

 

 

 

| Interrogative করবার সময় shall/will sentence এর শুরুতে বসে।

 

 

 

 

EXERCISE

 

 

 

 

Translate into English: OUT

 

 

 

 

1 রানী একটি বই পড়বে। 2. আমরা অপেক্ষা করব না। 3. তিনি আমাকে সাহায্য করবেন। 4. রাজীব শীঘ্রই বাড়ি পৌঁছাবে 5. সে কুরআন পাঠ করবে। 6. সে আমাকে একটি গল্প বলবে। 7. সামী একটি ছবি আঁকবে। ৪. তোমরা কি ক্রিকেট খেলবে? 9. সে কি ইহা পছন্দ করবে? 10. সোহেল কি এখন স্কুলে যাবে। 11. রিমা কি একটি শার্ট সেলাই করবে? 12. আমি তোমাকে ব্যাপারটি বলব না। 13. তাহারা আজ স্কুলে যাবে না। 14. তিনি আজ আসবেন না। 15. আমি কাজটি করব না।

 

 

 

 

THE FUTURE CONTINUOUS TENSE বাংলায় চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে তে থাকবা, তে থাকবে, তে থাকবেন। যেমন খেতে থাকব, যেতে

 

 

 

 

থাকবেন, যেতে থাকরা যেতে থাকবে, যেতে থাকবেন এদের যে কোন একটি যোগ থাকে। Structure subject + shall be / will be + মূল verb এর present form এর সাথে ing +

 

 

 

 

Note: I we এর পরে shall be বসে। আর সব ক্ষেত্রে will be বসে। তাহারা কাজটি করতে থাকৰে— They will be doing the work.

Previous Post

TRANSLATION – ARTICLE – 1

Motaher Hossain

Motaher Hossain

Related Posts

Tech

TRANSLATION – ARTICLE – 1

July 6, 2021
Tech

GROUP VERB/PREPOSITIONAL VERB/PHARASAL VERB -7

July 6, 2021
Tech

GROUP VERB/PREPOSITIONAL VERB/PHARASAL VERB – 6

July 6, 2021
Tech

GROUP VERB/PREPOSITIONAL VERB/PHARASAL VERB – 5

July 6, 2021
Tech

GROUP VERB/PREPOSITIONAL VERB/PHARASAL VERB – 4

July 6, 2021
Tech

GROUP VERB/PREPOSITIONAL VERB/PHARASAL VERB – 3

July 6, 2021

Discussion about this post

  • Home
  • Contact
  • About
  • Terms & Conditions
  • Privacy Policy

© 2021 Fleo I All Rights Reserved

No Result
View All Result
  • Home
  • Tech
  • Bolg

© 2021 Fleo I All Rights Reserved